আত্রাইয়ে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা 


আত্রাই (ন‌ওগাঁ) প্রতিনিধি: ন‌ওগাঁর আত্রাই উপজেলার ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ২২৮জন মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলার পাঁচুপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে শনিবার (১৮ মে) সকাল ১০টার সময় উপজেলা অডিটোরিয়াম হল রুমে এই সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলার পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্চিতা বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুল হক দুলু,আত্রাই মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক দীন মোহাম্মদ,ক্রিয়েটিভ মডেল একাডেমির অধ্যক্ষ আরিফুল ইসলাম,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম উপস্থিত ছিলেন। এ ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উপজেলায় ৫২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ২হাজার ৩২৫জন শিক্ষার্থী এস‌এসসি পরীক্ষায় অংশ নেয় এর মধ্যে ১হাজার ৮২৮ কৃতকার্য হন। এবং ২৬টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ২২৮জন জিপিএ-৫ পেয়েছেন।