আত্রাইয়ে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু


রায়হান আলম, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে পানিতে ডুবে নাফিস হোসেন (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত নাফিস হোসেন উপজেলার কালিকাপুর ইউনিয়নের গন্ডগোহালী গ্রামের লিটন আব্বাসীর ছেলে। সোমবার বেলা ১২টার দিকে সহপাঠিদের সাথে বাড়ির পাশে বন্যার জলাবদ্ধ পানিতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বেলা ১২টার দিকে নিহত নাছিম তার সহপাঠিদের সাথে বাড়ির পাশে বন্যার জলাবদ্ধ পানিতে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে সে পানির নিচে তলিয়ে যায়। অনেক খুঁজাখুঁজির পর অবশেষে তাকে পানিতে ভাসতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পানিতে ডুবে শিশু নাছিমের মৃত্যুর সংবাদ আমি শুনেছি। বিষয়টি খুবই দুঃখ জনক। শিশুটির অকাল মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে।