শোক বার্তা: মহানগরীর রামচন্দ্রপুর নিবাসী সাবেক ত্রাণ ও পূনর্বাসন মন্ত্রী মরহুম এমরান আলী সরকারের পুত্র আনোয়ার জাহিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
সোমবার এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন মেয়র। শোক বার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও তাঁর শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন মেয়র।
উল্লেখ্য, আনোয়ার জাহিদের বড়ভাই রাজশাহী সিটি কর্পোরেশনের প্রকৌশলী শামসুদ্দিন হায়দার জানান, রোববার দিবাগত রাত পৌনে বারটায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর।