আবর্জনাবোঝাই আরও ৭০০ বেলুন দক্ষিণে পাঠাল উ. কোরিয়া


দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এএফপিতে প্রকাশিত ছবি

উত্তর কোরিয়া আবর্জনাবোঝাই বেলুন কার্যক্রম বাড়িয়েছে বলে জানিয়েছে সিউল। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, আরও প্রায় ৭০০ গ্যাস আবর্জনাবোঝাই দেশটিতে পাঠিয়েছে উত্তর কোরিয়া। ওসব বেলুনে সিগারেটের ফেলে দেওয়া টুকরো, কাপড়, বাতিল কাগজ এবং প্লাস্টিকের আবর্জনা ছিল। কিছুদিন আগে পাঠানো এমন বেলুনে টয়লেটে ব্যবহৃত টিস্যুও ছিল। খবর সিএনএনের।

বিবৃতিতে বলা হয়, বেলনগুলো কোথা থেকে উড়ে আসছে, সামরিক বাহিনী তা শুরু থেকে পর্যবেক্ষণ করছে এবং আকাশে নজরদারি চালিয়ে বেলুনগুলো খুঁজে বের করেছে। বেলুনগুলোর নিচে ঝুলছিল আবর্জনার ব্যাগ।