পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতষ্ঠানের ন্যায় পুঠিয়া উপজেলায় বেসরকারী উন্নয়ন সংস্থা অক্সফ্যাম ইন বাংলাদেশ এর সহায়তায় আরডিআরএস বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত ‘এম্পাওয়ার ইয়ুথ ফর ওয়ার্ক’ প্রকল্পের আওতায় উপজেলার ৪টি (জিউপাড়া, পুঠিয়া, বানেশ্বর ও বেলপুকুরিয়া) ইউনিয়নে দাতা সংস্থার উপহার সামগ্রী প্রকল্পের উপকারভোগী ও অন্যান্যদের মাঝে বিতরণ করেছে। কর্ম এলাকার ৩৬টি ওয়ার্ডের ৭ শত ৬৮ জন উপকারভোগী (৫ শত ৬ জন নারী ও ২ শত ৬২ জন পুরুষ)’র মাঝে উপহার হিসেবে হাইজিন কিট বিতরণ করা হয়। হাইজিন কিটের মধ্যে রয়েছে- ১০টি গায়ে মাখা সাবান, ১ কেজি কাপড় কাচার পাউডার, ৮টি স্যানিটারী ন্যাপকিন কাপড় ও ১টি ২০ লিটার বালতি (ট্যাপ সহ)। গত ১২ মে তারিখ হতে শুরু করে ১৪ মে তারিখ পর্যন্ত প্রতি ওয়ার্ডে ঘুরে ঘুরে প্রকল্পের ৩২ জন ভলান্টিয়ার ও কর্মীরা উপহার সামগ্রী বিতরণ করে। এছাড়াও সংস্থাটি উপজেলা প্রশাসন, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ ও ভলান্টিয়ারদের মাঝে ৭৫ পিচ পিপিই (ব্যাক্তিগত সুরক্ষা সামগ্রী) বিতরণ করে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওলিউজ্জামান আরডিআরএস বাংলাদেশ কে এমন উদ্যোগের জন্য ধন্যবাদ জানান এবং সকলকে এ ধরনের সহায়তায় এগিয়ে আসার আহবান জানান।