বগুড়া প্রতিনিধি: আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে গত সোমবার সন্ধ্যায় গাবতলী পৌর বিএনপি উদ্যোগে দলীয় কার্যালয়ে কর্মী সমাবেশ শেষে ৭জন মেয়র পদে বিএনপি দলীয় মনোনয়ন ফরম উত্তেলন করেছেন। পৌর বিএনপি আহবায়ক ডাঃ ছাবেদ আলী সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য এম আর ইসলাম স্বাধীন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ও থানা বিএনপি আহবায়ক কমিটির সদস্য মোরশেদ মিলটন। আরোও বক্তব্য রাখেন গাবতলী থানা বিএনপি আহবায়ক আবুল হোসেন মোল্লা, যুগ্ম আহবায়ক প্রভাষক আশরাফ হোসেন, পৌর মেয়র ও প্রার্থী সাইফুল ইসলাম’সহ বিএনপি ও অঙ্গদল নেতৃবৃন্দরা।
শেষে প্রধান অতিথি নিকট থেকে মেয়র পদে বিএনপি দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন বর্তমান মেয়র সাইফুল ইসলাম, পৌর বিএনপি আহবায়ক ডাঃ ছাবেদ আলী, যুগ্ম আহবায়ক সাহিদুল ইসলাম, গাবতলী পৌর কৃষকদল এর সভাপতি আইয়ুব আলী রাজু পাইকার, বিএনপি নেতা আতিয়ার রহমান আতোয়ার, আবু জাফর মোস্তাফিজ ও মালেক মোক্তাদির।
উল্লেখ্য আগামী ২৪শে অক্টোবর পর্যন্ত মেয়র পদে প্রার্থী হিসেবে বিএনপি দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করতে পাবরেন।