ইনসাব সদস্য মৃত রাজা মিয়ার পরিবার পেলো ৭৫ হাজার টাকার অনুদান


প্রেস বিজ্ঞপ্তি:  ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) এর সদস্য মৃত রাজা মিয়ার পরিবারকে ৭৫ হাজার টাকার সরকারি অনুদানের চেক প্রদান করা হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন সোমবার বিকেলে নগর ভবনে মৃত রাজা মিয়ার স্ত্রী মিনারা বেগমের হাতে অনুদানের চেকটি তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন ইনসাব কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ রবিউল ইসলাম ও রাজশাহী জেলার সভাপতি মোঃ নবাব আলী। ইনসাবের নেতৃবৃন্দ জানান, নগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়ার বাসিন্দা রাজা মিয়া একজন পেশায় রাজমিস্ত্রী ছিলেন।

 

তিনি দীর্ঘদিন যাবৎ ইনসাব এর সদস্য ছিলেন। মৃত্যুর পর তার পরিবারকে রাজশাহী জেলা কমিটির ফান্ড থেকে ১৫,০০০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। এরপর বাংলাদেশ সরকারের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ইনসাব এর মাধ্যমে আবেদন করলে মৃত রাজা মিয়ার ব্যক্তির স্ত্রী মিনারা বেগমকে ৭৫,০০০ হাজার টাকার অনুদান দিয়েছে সরকার।