ইমরাত নির্মাণ শ্রমিকদের অনুদান দিলেন বাদশা


নিজস্ব প্রতিবেদক : রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নকে (ইনসাব) আর্থিক অনুদান দিয়েছেন। করোনাভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া অসহায় শ্রমিকদের জন্য সংগঠনটির রাজশাহী জেলা শাখাকে এই অনুদান দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর হড়গ্রাম এলাকায় বাসভবন সংলগ্ন ব্যক্তিগত কার্যালয়ে তিনি ইনসাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি রবিউল ইসলাম রবি ও জেলা সভাপতি নবাব আলীর হাতে অনুদানের চেকটি হস্তান্তর করেন। অনুদান পেয়ে তারা সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, অতীতেও তিনি সব সময় শ্রমিকদের পাশে থেকেছেন। আগামীতেও থাকবেন। তিনি বলেন, অসহায় মানুষ হয়তো চালের ব্যবস্থা করতে পারছেন। কিন্তু সবজি কেনার টাকা নেই। সে জন্যই তিনি আর্থিক সহায়তা দিলেন। এভাবে বিভিন্ন পেশাজীবী সংগঠনকে তিনি আর্থিক সহায়তা দেবেন।