লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ দেশটির আকাশসীমা লঙ্ঘন করায় শনিবার ইসরায়েলের একটি ড্রোন ভূপাতিত করেছে।এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, সীমান্তবর্তী আইতা আশ-শাব শহরের কাছে ইসরায়েলি ড্রোনটি ভূপাতিত করা হয়েছে।
ভূপাতিত ড্রোনটি বর্তমানে হিজবুল্লাহর হেফাজতেই রয়েছে। পরে ইসরায়েলি সামরিক বাহিনী নিশ্চিত করেছে, লেবাননের ভূখণ্ডে তাদের একটি ড্রোন ভূপাতিত হয়েছে। তবে তা থেকে কোনো ধরনের তথ্যফাঁস হয়নি বলে দাবি করেছেন তারা।
এর আগে হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, ইসরায়েল বা তার মিত্রদের লেবাননের ওপর আগ্রাসনের কোনও সুযোগ দেবে না হিজবুল্লাহ। এর পরই ওই ড্রোন ভূপাতিত করার ঘটনা ঘটল। খবর টাইমস অব ইসরাইল ও হারেৎজ।