ঈদের আনন্দে লাইভে গান আড্ডায় জাতীয় পুরষ্কার প্রাপ্ত ৫ কিশোর তারকা


ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ টিন ও ইয়ুথ প্ল্যাটফর্ম “পরিচয়” ঈদের বিশেষ লাইভ গান আড্ডায় অংশ নিচ্ছেন একাধিকবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত পাঁচজন কিশোর তারকা।
বর্তমান কিশোর তরুণদের ঘরবন্দি ঈদকে উপভোগ্য করতে বিভিন্ন আয়োজন করছে “পরিচয়”। তারই অংশ হিসেবে লাইভ আড্ডার আয়োজন করেছে এই “পরিচয়”।
পরিচয়ের ঈদের বিশেষ লাইভ গান আড্ডায় অংশ নিচ্ছেন কিশোর তারকা কণ্ঠশিল্পী অনিন্দিতা সাহা অথি, সিঁথি সরকার, সৃজন সাহা, দুরন্ত ইসলাম ও বনি আমিন। লাইভ গান আড্ডা পরিচয় ফেসবুক পেজ (www.facebook.com/porichoy.net) থেকে সরাসরি সম্প্রচারিত হবে ঈদের পরের দিন ২৬ মে রাত ৯টায়।
গান আড্ডা সঞ্চালনা করবেন পরিচয় সম্পাদক শিশুসাহিত্যিক আপন অপু। অথি, সিঁথি, বনি, সৃজন ও দুরন্ত সবাইকে গান আড্ডা দেখার আমন্ত্রণ জানিয়েছেন।

উল্লেখ্য, পরিচয় কিশোর তরুণদের সৃজনশীলতা বিকাশে সহায়তা করছে। বিভিন্ন সৃজনশীল আয়োজনসহ পরিচয় পোর্টালে নিয়মিত লেখালেখির সুযোগ পাচ্ছে কিশোর তরুণরা। শিশুসাংবাদিকতায়ও ভূমিকা রাখছে “পরিচয়”।