
ঘটনাটি ঘটেছে শুক্রবার ১০ নভেম্বর দিবাগত রাত সাড়ে নয়টার দিকে তার নিজ বসতঘরে। বিষয়টি নিশ্চিত করেছেন একদন্ত ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন আলাল।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় আট মাস আগে একদন্ত বারই পাড়া নিয়ামতপুর গ্রামের শহীদ আলীর ছেলের সাথে চৌকিবাড়ী গ্রামের পিয়ারুল হোসেনের মেয়ে মুন্নী খাতুনের বিয়ে হয়।
নিহত মুন্নির মা জানান, বিয়ের পর থেকে জামাই লিটন হোসেন আমার মেয়েকে অমানুষিক নির্যাতন ও অত্যাচার চালাত।
সে নিয়মিত নেশা করত। নেশার টাকা ফুরিয়ে গেলে আমার মেয়ের মুন্নীর ওপর নির্যাতন করত থাকত। ঘটনার দিন রাতে আমার মেয়েকে হত্যা করে ঘরের ছিকল আটকিয়ে লিটন পালিয়ে যায়। আমি আমার মেয়ের হত্যার সুষ্ঠ বিচার চাই।
এবিষয়ে আটঘরিয়া থানার ওসি তদন্ত আব্দুল করিম জানা, আশ্রয় প্রকল্পে বসবারত স্বামী তার স্ত্রীকে গলাটিপে হত্যা করেছে। মামলা হলে আইনহক ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।