বাগমারা(রাজশাহী)প্রতিনিধিঃ করোনায় আক্রান্ত রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের আশু রোগমুক্তি কামনা করে বাগমারা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১ টায় প্রেসক্লাব কার্যালয়ে আহ্বায়ক আকবর আলীর সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে এমপি এনামুল হকের কর্মময় জীবনের উপরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপদেষ্টা সদস্য মামুনুর রশিদ, জিল্লুর রহমান, সাবেক সভাপতি আফাজ্জল হোসেন, ইউসুফ আলী সরকার, আলতাফ হোসেন।
এ সময় অন্যান্য সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হক ফিরোজ, মাহফুর রহমান প্রিন্স, এস.এম. সামসুজ্জোহা মামুন, মমিনুল হক সবুজ, নাজিম হাসান, হেলাল উদ্দিন, শামীম রেজা, আব্দুল মতিন, রতন কুমার,
ফারুক আহম্মেদ, সাজেদুর রহমান, রুস্তম আলী সায়ের প্রমুখ।
উক্ত দোয়া মাহফিলে এমপি এনামুল হক এর দ্রুত সুস্থতা সেই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দেশবাসীকে করোনা ভাইরাস থেকে রক্ষায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের পেশ ইমাম আব্দুস সোবহান।