মোহাম্মদ আলী :
রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নের চক ধাদাশ উচ্চ বিদ্যালয় হতে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে সাফল্য অর্জন করেছে শাবিকিন নাহার উর্মি। তিনি জেএসসি পরীক্ষাতেও গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে।
সে ছান্দাবাড়ী এলাকার শাহ আলম ও মৃত শামীমা ইয়াসমিনের কন্যা। গর্বিত পিতার মুখে এখন হাসির ঝিলিক।
ফুফাতো ভাই মোহাম্মদ আলী, সেলিম রেজাসহ তার সকল আত্মীয় এ সাফল্যে খুশি। সফলতার পেছনে সবার খুশি হওয়ার কারণ উর্মির মা তার পরীক্ষার মাস তিনেক আগে মারা যান।
তিনি অনেক দুঃখ কষ্ট নিয়ে মায়ের শোকেও এত ভালো রেজাল্ট করায় খুশি সবাই।
শাবিকুন নাহার উর্মির গ্রামের বাড়ী উপজেলার বানেশ্বর ইউনিয়নের ছান্দাবাড়ী গ্রামে। সে এই সাফল্য ধরে রেখে বিসিএস ক্যাডার হওয়ার প্রত্যয় ব্যাক্ত করেন। সে সকলের কাছে দোয়া প্রার্থী।