ওয়ারেন্ট ভুক্ত আসামী মশিয়ার আটক


পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা অভিযান চালিয়ে উপজেলার বিরাশি গ্রাম থেকে মশিয়ার সরদার নামে এক ওয়ারেন্ট ভুক্ত আসামীকে গ্রেফতার করেছে পাইকগাছা থানা পুলিশ। আটক মশিয়ার বিরাশি গ্রামের হাসেম সরদারের ছেলে।

ওসি এজাজ শফি জানান, গ্রেফতারকৃত মশিয়ার মাগুরা জেলার শালিখা আমলী ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-১ এর ওয়ারেন্ট ভুক্ত আসামী।

তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ৪১/১৮ নং মামলায় পেনাল কোডের ৪০৬ ধারার অভিযোগ রয়েছে। আসামী মশিয়ার কে আটক পূর্বক আদাতে সোপর্দ করা হয়েছে।