সম্প্রতি বলিউড অভিনেত্রী সানি লিওনকে খোঁচা মেরে মাইক্রোব্লগিং সাইট টুইটারে একটি পোস্ট দিয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত।
কঙ্গনা লিখেন, বলিউডের উদার মানসিকতার মানুষগুলো একসময় এক বিখ্যাত লেখককেও কুরুচিকর মন্তব্য করেছিল। কারণ তিনি বলেছিলেন, সানি লিওন কখনো ভারতের রোল মডেল হতে পারেন না। এই ইন্ডাস্ট্রি সানিকে গ্রহণ করেছে, গোটা ভারত তাকে শিল্পী হিসেবেই দেখে, হঠাৎই কিছু নারীবাদীর মনে হলো, জোর করে তাকে পর্নো স্টারের তকমা দেয়া হয়েছে!
পরোক্ষভাবে কঙ্গনার এই টুইটের জবাব দিয়েছেন সানি লিওন। ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি পোস্টে তিনি লেখেন, এটি হাস্যকর, যখন মানুষ আপনার সম্পর্কে সবচেয়ে কম জানে, কিন্তু তারা আপনার সম্পর্কে সবচেয়ে বেশি বলার চেষ্টা করে। আর তার এই স্ক্রিনশট ভাইরাল হয় নেটদুনিয়ায়।
করোনা মহামারির শুরুর দিকে ভারতে ছিলেন সানি। পরবর্তী সময়ে স্বামী ড্যানিয়েল ওয়েবার ও সন্তানদের নিয়ে লস অ্যানজেলেসে পাড়ি জমান। বর্তমানে সেখানেই আছেন সানি।