কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ


পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলার ঐতিহ্য বাহি শিক্ষা প্রতিষ্ঠান কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৫২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।  আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার নাহারুল ইসলাম এর সভাপতিত্বে এবং কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় সোমবার ১৯ ফেব্রুয়ারী বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ক্রীড়া অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য তানভীর।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দেবোত্তর ইউপি চেয়ারম্যান আবু হামিদ মোহাম্মদ মোহাঈম্মিনুল হোসেন চঞ্চল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম শাজাহান আলী, ধলশ্বর ইসলামিয়া দাখিল মাদরাসা সভাপতি আলহাজ বাকি বিল্লাহ,  দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন,  আটঘরিয়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন খান, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া,  ইশারত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুল ইসলাম, শ্রীকান্ত পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান খান মনি, ইউপি সদস্য আকরাম আলী,  ইউপি সদস্য মোক্তার হোসেন প্রমুখ।
ধারা বর্নায় ছিলেন সহকারী শিক্ষক মমিন, ইশারত আলী। ক্রীড়া পরিচালনায় ছিলেন শরীর চর্চা শিক্ষক মানিক হোসেন, সিনিয়র শিক্ষক কেএম মহব্বত হোসেন,  সহকারি শিক্ষক নাসির উদ্দিন, আ: মালেক, মনোয়ার হোসেন,  আশরাফুল আলম,  আব্দুল্লাহ আল মামুন।
উক্ত ক্রীড়ানুষ্ঠা শিক্ষক/ শিক্ষিকা, অভিভাবক ছাত্র ছাত্রী, সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে ক্রীড়ানুর্ষ্ঠান উপভোগ করেন।
৪৬ টি ইভেন্টের মধ্যে দিয়ে কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৫২ তম  ক্রীড়া অনুষ্ঠানটি শেষ হয়।