ভারতের খ্যাতিমান কণ্ঠশিল্পী কুমার শানু করোনায় আক্রান্ত হয়েছেন। এক ফেসবুক স্ট্যাটাসে এমন তথ্য নিশ্চিত হওয়া গেছে।
তাঁর ফেসবুক থেকে জানানো হয়েছে, ‘দুর্ভাগ্যবশত শানুদার করোনা পরীক্ষা পজেটিভ এসেছে। সবাই তাঁর সুস্থতা কামনা করবেন। ধন্যবাদ।’
এদিকে, ভারতীয় গণমাধ্যমগুলো তাদের প্রতিবেদনে জানিয়েছে, কুমার শানুর বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি। তবে কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন স্বনামধন্য এ গায়ক। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে আছেন।
নব্বইয়ের দশকে একের পর এক হিট গান উপহার দিয়েছেন কুমার শানু। বলিউড ও টলিউডের পাশাপাশি বাংলাদেশি সিনেমা এবং অডিও মাধ্যমেও অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি।