রাপ্র ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুই পুলিশ সদস্যের মৃত্যুর খবর জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে বাংলাদেশে মোট তিনজন পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিষয়টি ব্রেকিংনিউজকে নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ শাখার উপকমিশনার (ডিসি) মো. মাসুদুর রহমান।
তিনি জানান, পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে (পিওএম) কর্মরত একজন এএসআই ও ট্রাফিক পুলিশের একজন কনস্টেবলের মৃত্যু হয়েছে।
নিহতদের নাম- ডিএমপির পুলিশ অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) দক্ষিণে কর্মরত এএসআই আব্দুল খালেক (৩৬)। আরেকজন ট্রাফিক উত্তরের এয়ারপোর্ট এলাকায় কর্মরত কনস্টেবল আশেক মাহমুদ (৪২)।
ডিএমপির ট্রাফিক উত্তরের সহকারী কমিশনার (এসি-অ্যাডমিন) বদরুল হাসান জানান, ট্রাফিক উত্তরের এয়ারপোর্ট এলাকায় কর্মরত কনস্টেবল আশেক মাহমুদ রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে মারা গেছেন।
করোনা উপসর্গ দেখা দেবার পর তাকে সিদ্ধেশ্বরী স্কুল অ্যান্ড কলেজের পুলিশ তত্ত্বাবধানের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়। গত ২৬ এপ্রিল করোনার স্যাম্পল পরীক্ষা করা হয়। পরদিন অর্থাৎ ২৭ এপ্রিল তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। কাল তার অবস্থার অবনতি হলে রাজারবাগ পুলিশ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
এর আগে মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে মারা যান পুলিশ কনস্টেবল জসিম উদ্দিন।