শোক বার্তা: করোনায় আক্রান্ত হয়ে রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান মাহাবুবে খোদা এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। শুক্রবার এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন মেয়র।
শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মেয়র খায়রুজ্জামান লিটন।
উল্লেখ, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নিউ গভ. ডিগ্রি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান মাহাবুবে খোদা (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।