নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: করোনা রোগীদের জন্য হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা কিনতে রাজশাহী সিটি কর্পোরেশনের ত্রাণ তহবিলে এক লাখ টাকা প্রদান করেছেন রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মহাঃ হবিবুর রহমান। বৃহস্পতিবার রাত ৮টায় নগর ভবনে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের হাতে লাখ টাকার চেক তুলে দেন তিনি। বর্তমানের দুঃসময়ে করোনা আক্রান্তদের সহায়তায় সহযোগিতায় হাত বাড়িয়ে দেওয়ায় প্রফেসর মহাঃ হবিবুর রহমানকে আন্তরিক ধন্যবাদ জানান রাসিক মেয়র।
এ ব্যাপারে প্রফেসর মহাঃ হবিবুর রহমান বলেন, শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ব গভীর সংকটময় পরিস্থিতি পার করছে। করোনার এই দুঃসময়ে রাজশাহী মহানগরবাসীর জন্য খাদ্য, অর্থ, চিকিৎসা, বিনামূল্যে অক্সিজেন প্রদানসহ ব্যাপকভাবে নানাবিধ মানবিক কাজ করছেন মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মহোদয়।
নগরপিতা যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন, তা দেশের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করেছে। আমাদের সমাজের বিত্তবান ও সামর্থবান সকলের উচিত নগরপিতার পাশে থাকা, গরীব ও অসহায় মানুষের সহায়তায় সহযোগিতার হাত বাড়ানো। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই সংকট মোকাবেলা করতে পারি।