প্রেস বিজ্ঞপ্তি: ৯ আগষ্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২০ উপলক্ষে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য স্বাধীন ভূমি কমিশন গঠন এবং করোনা সংকটে আদিবাসীদের জন্য পৃথক প্রণোদনার দাবিতে আদিবাসী ছাত্র পরিষদ আজ ৮ আগষ্ট ২০২০ তারিখ সকাল ১১.০০টায় রাজশাহী সাহেব বাজার জিরোপয়েন্টে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক তরুন মুন্ডা, অর্থ-সম্পাদক অনিল রবিদাস, সদস্য শিউলি নদীয়া মার্ডি। সংহতি বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, সহ-সাধারণ সম্পাদক গণেশ মার্ডি, রাজশাহী মহানগর কমিটির সাধারন সম্পাদক আন্দ্রিয়াস বিশ্বাস, আদিবাসী যুব পরিষদ রাজশাহী জেলার সভাপতি উপেন রবিদাস, কেন্দ্রীয় সদস্য উত্তম কুমার মাহাতো ।
আরও বক্তব্য রাখেন, বিশিষ্ট সাংবাদিক, কলামিষ্ট এবং মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা, ৭১এর ঘাতক দালাল নির্র্মূল কমিটি রাজশাহী জেলার সভাপতি শাহাজাহান আলী বরজাহান, বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদ রাজশাহী জেলার সভাপতি রঘুনাথ রবিদাস প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস রাষ্ট্রীয়ভাবে পালন, আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতল আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন, আদিবাসীদের উচ্ছেদ, দেশত্যাগ সহ সকল প্রকার নির্যাতন বন্ধ করার দাবি জানান। আদিবাসী শিক্ষার্থীদের ডিজিটাল ক্লাসে অংশগ্রহন নিশ্চিত করতে প্রয়োজনীয় সরঞ্জাম সরকারিভাবে সরবরাহ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শিক্ষকের মাধ্যমে আদিবাসী শিক্ষার্থীদের পড়াশুনায় উদ্ব্দ্ধু বা মনিটরিং করতে হবে।
শিক্ষিত বেকার আদিবাসীদের সরকারীভাবে কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। করোনা সংকটের কারনে বস্ত্র কারখানায়, শিল্প-কারখানায়, হোটেলে বা রেস্তোঁরা, বিউটি পার্লার, ইমারত নির্মান শ্রমিক সহ বিভিন্ন ক্ষেত্রে হাজার হাজার আদিবাসী কর্মহীন হয়ে পড়েছেন তাদের আলাদাভাবে প্রণোদনাসহ কর্মসংস্থানের ব্যবস্থার দাবি জানান।