কুড়িগ্রামের রৌমারী নারী নির্যাতন ও মাদক বিরোধী সংগ্রাম কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত


 

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:  সারা দেশের ন্যায় রৌমারীতে একযোগে ৬টি ইউনিয়নে নারী নির্যাতন ও মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  শনিবার ১৭ অক্টোবর সকাল ১১ ঘটিকায় আলগারচর, যাদুরচর, রৌমারী, বন্দবেড়, শৌলমারী , চরশৌলমারী,ও দাঁতভাঙ্গ ইউনিয়নে শিক্ষা প্রতিষ্ঠান মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় উপস্থিত ছিলেন, গণ শিক্ষা প্রতিমন্ত্রি মোঃ জাকির হোসেন, রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান, রৌমারী উপজেলা চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, রৌমারী থানা পুলিশ সার্কেল মাহফুজল হক, অসি দেলোয়ার হাসান ইনাম  হোসেন, সাবইন্সপেক্টর আব্দুল মতিন, এ এস আই সামছুল আলম, এস আই তুহীন, এস আই আকতার হোসেন, এস আই লিটন, রৌমারী উপজেলা আ লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনু, যুবলীগ সভাপতি হারুনর রশিদ, বীর মুকিÍযোদ্ধা  আলহাজ্জ আব্দুল কাদের , বীরমুক্তিযোদ্ধা আইজুর রহমান, যাদুরচর ইউনিয়ন যুবলীগ সভাপতি প্রভাষক মোশাররফ হোসেন, ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শালু, সামছুল হক, আলহাজ্জ হাবিবুর রহমান, কবির হেসেন, শরবেশ আলী, ফজলুল হক  রৌমারী উপজেলা প্রেসক্লাব সভাপতি মোস্তাফিজুর রহমান তারা ও স্থানীয় সুধি বৃন্দ।

৬টি ইউনিয়নের সভায় একযোগে নারী নির্যাতন ও মাদক নিয়ন্ত্রণের ডাক দেওয়া হয়। সভায় স্কুল-কলেজ পড়–য়া ছাত্রছাত্রী, নারী পুরুষের সমন্বয়ে কয়েক ঘন্টা ব্যাপী আলোচনা চলে। সভায় বক্তারা স্বস্ব সভা স্থল থেকে নারী নির্যাতন ও মাদকের ভয়াল থাবার বিশদ ব্যাখ্যা করেন। এব্যারে গণ শিক্ষা প্রতিমন্ত্রি জাকির হোসেন বলেন, আমরা সীমান্ত এলাকার বন্যা কবলিত মানুষ। আমার রৌমারীকে মাদক মুক্ত করতে তৃণ মুলের সকল মানুষকে সোচ্ছার হতে হবে। একমাত্র মাদকের কারণে নারী নির্যাতন ভয়াবহ রুপ নিয়েছে। পরিবারের অভিভাবকদের সন্তানের প্রতি নজর রাখতে বলেন।

উপজেলা চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ বলেন, নারী নির্যাতন সমাজের ব্যাধিতে পরিণত হয়েছে। সমাজের শৃংখোলা সামাজিক বোধ, শাসন ও  নেতৃত্ব কলুসিত হওয়ায় সমাজ ধ্বংশের দিকে ধাবিত হচ্ছে। এর মূল কারণ মাদক। উঠতি বয়সের যুবসমাজ মাদকে আসক্ত হয়ে শাসন বারণ মানছেনা। অবৈধ অর্থ উপার্জনে যা খুশি করছে। তাই প্রতিটি পরিবারে পারিবারিক শিক্ষা শাসন অপরিহার্য়।

 

এনিয়ে রৌমারী পুলিশ সার্কেল মাহফুজল হক বলেন, পুলিশ জনগনের বন্ধু। পুলিশ সার্বক্ষনিক মানুষের সেবায় নিয়োজিত। এলাকার সকল আইন শৃংখোলা রক্ষায় পুলিশ বদ্ধ পরিকর। তবে পুলিশ সকল দূর্নীতি দমনে জনগণের সহায়তা কামনা করেূ । সকল শ্রেণীর মানুষকে আইনের প্রতি শ্যদ্ধাশীল হয়ে নিজের জীবনের ও পরিবারের শান্তি ফিরিয়ে আনতে অনুরোধ করেন।