কৃষ্ণগোবিন্দপুরে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সিজন-২ এর খেলা অনুষ্ঠিত


ফয়সাল আজম অপু : শনিবার (২৯ অক্টোবর) ঐতিহাসিক কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রী কলেজ মাঠে বিকাল ৪ টায় এবি এন্টারপ্রাইজ ও মোবারকপুর ইউনিয়ন দুইটি দলের খেলা শুরু হয়। খেলায় এবি এন্টারপ্রাইজ ০৪ গোল ও মোবারকপুর ইউনিয়ন ০১ গোল দিয়ে পরাজিত হয়।
কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ রফিউজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার এএসআই নয়ন কৃষ্ণ ঘোষ ।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামাল ইলেকট্রিক ও ইলেকট্রনিক্সের চেয়ারম্যান ইকবাল হোসেন এবং বাংলাদেশ আওয়ামী ছাত্রলীগের নবাবগঞ্জ সরকারি কলেজ শাখা সভাপতি এ কে এম আনোয়ার হোসেন।
খেলাটি আয়োজন করেছিলেন মোঃ হাসানুল বান্না (টনি), মোঃ হাবিবুর রহমান আমিন ও মোঃ রোবায়েদ হোসেন (রনি)।
এছাড়া খেলাটির স্পন্সর ছিলেন কামাল ইলেকট্রনিক্স এন্ড ইলেকট্রিক।