কেজিএফ ৩ : যা পারেননি, তা করে দেখাবেন ইয়াশ!


কন্নড় সুপারস্টার ইয়াশ। ছবি : সংগৃহীত

বক্স অফিসে ‘কেজিএফ : চ্যাপ্টার টু’র সুনামি দেখছে সিনেপ্রেমীরা। মুক্তির ১২ দিনে ‘কেজিএফ : চ্যাপ্টার টু’ বিশ্ব বক্স অফিসে সংগ্রহ করেছে ৯০০ কোটি রুপির বেশি। হাজার কোটি সংগ্রহের পথে এ সিনেমা। এরই মধ্যে তৃতীয় কিস্তি নিয়ে সর্বত্র আলোচনা।

কিছুদিন আগে ব্লকবাস্টার সিনেমাটির তৃতীয় কিস্তি নির্মাণ নিয়ে ইঙ্গিত দিয়েছিলেন পরিচালক প্রশান্ত নীল। সেটা আর এখন ইঙ্গিত থাকল না। কারণ, রকি ভাই প্রকাশ্যে আনলেন সেই সম্ভাবনার কথা। বললেন, দ্বিতীয় কিস্তিতে যেসব দৃশ্য দেখাতে পারেননি, তা দেখানোর কথা ভাবছেন তিনি ও পরিচালক।

টাইমস অব ইন্ডিয়ার খবর, এক সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে কন্নড় সুপারস্টার ইয়াশ বলেছেন, পরবর্তী কিস্তির জন্য তিনি ও পরিচালক প্রশান্ত নীল অনেক দৃশ্যের কথা এরই মধ্যে ভেবে ফেলেছেন।

ইয়াশের ভাষ্যে, ‘এরই মধ্যে আমি ও প্রশান্ত অনেক দৃশ্যের কথা ভেবেছি। এমন অনেক কিছু আছে, যা আমরা দ্বিতীয় কিস্তিতে করতে পারিনি। তাই আমরা জানি সেখানে অনেক সম্ভাবনা রয়েছে। প্রচুর কিক-অ্যা… দৃশ্য রয়েছে। কিন্তু এটি একটি ধারণা মাত্র। আমরা এখন এটিকে সেখানে রেখেছি।’

ইয়াশ আরও জানান, ভক্তদের ভালোবাসায় তিনি যারপরনাই প্রফুল্ল। ‘কেজিএফ’ আসলে দুই কিস্তির সিনেমা নয়। নির্মাতার ভাবনায় এটি ফ্র্যাঞ্চাইজ।

ডিএনএ ইন্ডিয়ার খবর, মুক্তির ১২ দিনে ‘কেজিএফ : চ্যাপ্টার টু’ বিশ্ব বক্স অফিসে সংগ্রহ করেছে ৯০৭.৩০ কোটি রুপি। হাজার কোটি সংগ্রহের পথে এ সিনেমা।

১৪ এপ্রিল ভারতের কন্নড় সুপারস্টার ইয়াশ অভিনীত বহুল প্রতীক্ষিত অ্যাকশনধর্মী ‘কেজিএফ : চ্যাপ্টার টু’ সিনেমা মুক্তি পায়। চলচ্চিত্র বিশ্লেষকেরা অনুমান করেছিলেন, ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করতে যাচ্ছেন ইয়াশ। সেই অনুমান সত্যি হচ্ছে।

বিশ্বব্যাপী তেলেগু, হিন্দি, তামিল, মালয়ালাম ও কন্নড় ভাষায় রেকর্ড ১০ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে ‘কেজিএফ : চ্যাপ্টার টু’, যেখানে শুধু ভারতের ছয় হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে। করোনা-পরবর্তী সময়ে যা রেকর্ড।

‘কেজিএফ : চ্যাপ্টার টু’ সিনেমায় ইয়াশ ওরফে রকি ভাই মুখোমুখি হয়েছেন খলনায়ক সঞ্জয় দত্ত ওরফে আধীরার সঙ্গে। প্রশান্ত নীলের রচনা ও পরিচালনায় সঞ্জয় দত্ত ছাড়াও এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রাভিনা ট্যান্ডন, প্রকাশ রাজ ও শ্রীনিধি শেঠি। ১০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা প্রযোজনা করেছেন বিজয় কিরগান্দুর।

২০১৮ সালে মুক্তি পায়  ‘কেজিএফ : চ্যাপ্টার ওয়ান’ সিনেমা, যা বিশ্বজুড়ে তুমুল সাড়া ফেলেছিল।