মোহনপুর প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিকরণ করা হয়েছে। (২জানুয়ারী) মঙ্গলবার বেলা ১১ টায় পৌর চত্বরে আয়োজিত শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে মেয়র শহিদুজ্জামান শহিদের সভাপতিত্বে প্রধান অতিথি কম্বল বিতরণ করেন মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকা।
এ সময় পৌর প্রকৌশলী সরদার জাহাঙ্গীর আলম, প্যানেল মেয়র নজরুল ইসলাম, কাউন্সিলর আবদুস সাত্তার, কাউন্সিলর কফিল উদ্দিন, লাইসেন্স পরিদর্শক রোকমত জামান টিটু, নারী কাউন্সিলরসহ সকল কর্মকর্তা—কর্মচারীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পৌর এলাকার মোট ৪শ ১০জন শীতার্তদের কম্বল দেয়া হয়।