গদাইপুরে দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত


পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:  পাইকগাছার গদাইপুর ইউনিয়ন পরিষদে বুধবার সকালে জলবায়ু পরিবর্তনের ক্ষতির কারণে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমা লের সুবিধা বি ত ও দুর্যোগ কবলিত জনগন বিশেষ করে উক্ত এলাকার নারী এবং যুবকদের স্থীতিশীলতা বৃদ্ধির লক্ষে দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। 

বিডিপিসি আয়োজনে ও ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমানের সভাপতিত্ব  এবং   সিও মো: আল- ফারুক গাজী’র পরিচালনায় সভায় সন্মানিত অতিথি ছিলেন মো: আলী হোসাইন।

 

উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান শেখ জাকির হোসেন লিটন, জগন্নাথ দেবনাথ, ইউপি সদস্য রোজিনা বেগম, খন্দকার সুফিয়া বেগম, জবেদ আলী গাজী, আঃ হাকিম, আব্দুর সাত্তার, শহিদুল ইসলাম,আবু হাসান, ইউপি সচিব আরিফ বিল্লাহ, সহকারী সচিব নাজমুল হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা- ডল্টন রায়।

ইউনিয়ন মৎস্য  কর্মী ধর্মদাস চক্রবর্তী,  প্রাণিসম্পদ সিল মো: ফসিয়ার রহমান। এছাড়াও ইউডিএমসি কমিটির  অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।