গোদাগাড়ী প্রতিনিধি: গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর গ্রামে জমিতে পানি দিতে যাওয়ার জের ধরে ছোট ভাই দোলোয়ার (২৫) এর কাস্তের আঘাতে বড় ভাই রাসেল (৩০) এর মৃত্যু হয়েছে। সোমবার বিকেল ৫ টার দিকে নিজ বাড়িতে কথাকাটাকাটির এক পর্যায়ে এই ঘটনা ঘটে। ইফতারির পর বিষয় টি জানাজানি হলে গোদাগাড়ী মডেল থানা পুলিশ বাড়িতে গিয়ে মৃত্যুদেহ উদ্ধার করে রামেকের মর্গে পাঠানোর জন্য থানায় নিয়ে আসে।
বাসুদেবপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান বেবী জানান, পারিবারিক বিরোধের পূর্বের জের ধরে সোমবার বিকেল সাড়ে চারটার দিকে ছোট ভাই জমিতে পানি দিতে যাওয়া প্রস্তুতি নেয়। তার বাম হাতে কাস্তে ছিল। এসময় বড় ভাইকে জড়িয়ে ধরতে গেলে বড় ভাইয়ের বুকে ঢুকে যায়। এতে উচ্চ রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে লাশ থানায় নিয়ে আসা হয়েছে। লাশটি রামেক হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় একটি মামলা হবে। তবে ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে।