গোদাগাড়ী প্রতিনিধি : করোনা মহাদুর্যোগে গরীব ও দুস্থদের মাঝে ব্যক্তিগত খাদ্যশস্য বিতরণ অব্যাহত রেখেছেন উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম।
মঙ্গলবার বিকেলে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান জিসান এন্টারপ্রাইজের ক্যাম্পাসে গোদাগাড়ী উপজেলার ৬০ জন ভ্যান চালকদের মাঝে রাজশাহী-১ আসনের সাংসদ ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর পক্ষে এসব খাদ্যশস্য বিতরণ করেন।
এদের প্রত্যেককে ৫কেজি চাউল, দু কেজি আটা, দু কেজি আলু, তেল ও লবণ ভ্যান চালকদের মাঝে চেয়ারম্যানের খাদ্যসামগ্রী বিতরণ করেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেন, করোনা মহাদুর্যোগের সরকারের নির্দেশনা পাওয়ার পর উপজেলা চেয়ারম্যান হিসাবে ছাড়াও ব্যক্তিগত তহবিল হতে গোদাগাড়ীর গরিব-দুঃখী খেটে খাওয়া মানুষের মাঝে আছি। রাজশাহী-১ আসনের সাংসদ ওমর ফারুক চৌধুরীর শুভ দৃষ্টি ও নির্দেশনা আছে এলাকার সর্বশ্রেণীর মানুষের পাশে থাকার তাই এমন সেবা অব্যহত থাকবে বলে জানান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম কাওসার মাসুম, হিউম্যান হলার মালিক ও চালক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
এর আগে তিনি কয়েকটি ইউনিয়নে শিশু খাদ্য ও অন্যান ত্রাণ বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।