উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় টায় উপজেলা পরিষদ স্মৃতিস্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।পরে গোমস্তাপুর উপজেলা প্রশাসনের উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন চাঁপাই নবাবগঞ্জ -২ এর সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান,গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, অতিরিক্ত পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল জাহিদুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান,মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন,বীর মুক্তিযোদ্ধা আকতার আলী কচি খাঁন,জেলা পরিষদ সদস্য হালিমা বেগম,উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন প্রমুখ।