ঘরের ছেলে ঘরে ফিরছে


সাকিবের শাস্তি শেষ হয়েছে গত ২৮ অক্টোবর। এখন যুক্তরাষ্ট্র আছেন তিনি । আগামী বৃহস্পতিবার (৫ নভেম্বর ) দেশে ফিরবেন তিনি। দেশে ফিরেই টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য প্রস্তুতি শুরু করবেন সাকিব। 

যতদূর জানা গেছে, সেটা বিকেএসপিতে নয় বরং দেশের হোম অব ক্রিকেটে এবার দেখা যাবে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে।

তার মানে নভেম্বরের ১০ তারিখের মধ্যেই হয়তো শেরে বাংলায় ব্যাট ও বল হাতে অনুশীলনে দেখা মিলবে সাকিবের। তারপর চলতি মাসের মাঝামাঝি সময় থেকে যে ৫ দলকে নিয়ে টি-টোয়েন্টি টুর্নামেন্ট হবে, সেখানেও খেলবেন সাকিব। বলার অপেক্ষা রাখে না, প্লেয়ার্স ড্রাফট হলে সাকিবকে পেতেই আগ্রহী হবে সব দল।

একবছর পর আবার মাঠে ফেরা মুক্ত সাকিবকে দলে ভেড়াতে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। প্লেয়ার্স ড্রাফট হলে সাকিবই হবেন সব দলের ফার্স্ট চয়েজ। তাকে নিয়ে নিশ্চিতভাবেই কাড়াকাড়ি পড়ে যাবে এবং এটা সত্য যে, টি-টোয়েন্টি টুর্নামেন্টে সাকিব আছেন বলেই শেষপর্যন্ত এটা কর্পোরেট লিগ হতে যাচ্ছে। আর মাঠে ফেরা সাকিব হতে পারেন যেকোন দলের জন্য বড় সম্পদ।