ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অভিযান চালিয়ে অস্ত্রসহ এক যুবককে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (২৬ মে) বিকেলে ভোলাহাট উপজেলার চাঁনশিকারি এলাকায় এ অভিযান চালানো হয়।
আটককৃত যুবক আব্দুল নূর ওরফে জনি (২২) ভোলাহাট সদর ইউনিয়নের ফুটানিবাজার চাঁমুশা গ্রামের ইদুল হুদার ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ২টি ওয়ান শুটার গান ও ১ রাউন্ড গুলিসহ আব্দুল নূর ওরফে জনিকে আটক করা হয়।
এ ঘটনায় ভোলাহাট থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।