
স্থানীয়রা জানান, খাইরুল মোটরসাইকেল যোগে রহনপুর ইউনিয়নের বংপুর মোড়ে আসলে রাস্তার পার্শ্বে অবস্থানরত পথচারীকে জোরে ধাক্কা দেয়। ফলে মোটরসাইকেল আরোহী ও পথচারী মারাত্মক আহত হলে গোমস্তাপুর ফায়ার সার্ভিস সেখান থেকে তাদের উদ্ধার করে দ্রুত গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। চিকিৎসাধীন অবস্থায় পথচারী নাজির হোসেন মারা যায়।
এবং অবস্থার অবনতি হওয়ায় মোটরসাইকেল আরোহী খাইরুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গোমস্তাপুর থানার এসআই আজিম হোসেন জানান, পরিবারের সম্মতিক্রমে নিহতের লাশ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।