চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে মাদকসহ আটক ২


ফয়সাল আজম অপু: পৃথক মাদকবিরোধী অভিযানে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৩ কেজি গাঁজা ও ৮’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের একটি দল। 

 

৬ জুন শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টা ও রাত সাড়ে ৯ টার দিকে অভিযান ২টি পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের গোপালনগর হুদমা গ্রামের মো. ময়েল রানা ওরফে বাবু ও একই উপজেলার মনকষা ইউনিয়নের খড়িয়াল গ্রামের মো. সোহেল রানা। 

 

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাওয়া খবরে শিবগঞ্জে পৃথক ২টি স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসআই অনুপ কুমার সরকারসহ ডিবির সঙ্গীয় ফোর্স ৩ কেজি গাঁজা ও ৮’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে হাতেনাতে গ্রেপ্তার করে।

 

ওসি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসা বাদে গ্রেপ্তার কৃতরা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়েরর পর ৭জুন রোববার আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।