ফয়সাল আজম অপু: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পারুল আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে মরদেহ উদ্ধার করা হয়। এর আগে মরদেহ ফেলে পালিয়ে যায় স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। নিহত গৃহবধূ উপজেলার চককির্ত্তী ইউনিয়নের দুবলিভান্ডার গ্রামের রবিউল ইসলামের স্ত্রী।
স্থানীয়রা জানায়, প্রায় ১৭ বছর আগে শ্যামপুর ইউনিয়নের পারুলের সঙ্গে রবিউল ইসলামের বিয়ে হয়। তাদের সংসারে দুই সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই তাদের সংসারে ঝগড়া লেগে থাকত। বৃহস্পতিবার বিকেলে ঘরের ভেতরে পারুলের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। এরপর থানায় খবর দেয়া হয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়। এ সময়ের মধ্যে শ্বশুরবাড়ির লোকজনকে খুঁজে পাওয়া যায়নি।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) ইকবাল পাশা জানান, মরদেহের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।