
উপজেলার বালুচর গ্রামের গ্রাম পুলিশ সমশের আলীর ছেলে আসমাউল নিজেকে কথিত বাটা গ্রুপের রাজশাহী বিভাগীয় এজিএম এবং “দৈনিক গণ তদন্ত” পত্রিকার বিভাগীয় প্রতিনিধি পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছিল। বাটা গ্রুপের পক্ষ থেকে ত্রাণ দেওয়ার নাম করে তার মনোনীত প্রতিনিধিদের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। মাটি আছে ঘর নাই এমন দুস্থদের ঘর করে দেওয়ার নাম করে জন প্রতি দুই হাজার টাকা করে কয়েক লক্ষ টাকা তুলে। চাকুরী দেওয়ার নাম করেও অনেকের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। মসজিদের ইমামদের বেতন করে দেওয়ার নাম করেও টাকা হাতিয়ে নিয়ে ভূক্তভোগিদের হয়রান করে আসছে দীর্ঘদিন থেকে।
আসমাউলের অপরাধমূলক কর্মকান্ড সম্প্রতি পুলিশের নজরে আসে। তথ্য প্রমাণ পেয়ে থানা পুলিশ উপজেলার পুখুরিয়া গ্রাম থেকে আসমাউলের মহিলা সহযোগী ইসমত আরাকে পুলিশ গ্রেফতার করে। তার দেয়া তথ্যমতে পুলিশ প্রতারণামূলক কর্মকান্ডের সাথে জড়িত থাকার অপরাধে ভয়ংকর প্রতারক আসমাউলকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করে। এবং তাদের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করে।
এব্যাপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ জানান, তথ্য প্রমাণের ভিত্তিতে এক মহিলা সহযোগি সহ আসমাউলকে গ্রেফতার করা হয়। প্রতারণা মামলায় তাদের জেল হাজতে পাঠান হয়েছে। মামলার তদন্ত কাজ অব্যাহত থাকবে। তদন্ত শেষে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হবে।