
সোমবার (৮ আগষ্ট) র্যাবের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অস্ত্র চোরাচালানের খবর পেয়ে শিবগঞ্জ উপজেলার ধোবড়া বাজার এলাকায় অভিযান চালায় র্যাব।
এসময় একটি ওয়ান শ্যুটার গান, বিদেশি পিস্তল, ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, মোবাইল ফোন ও নগদ ৫০০০ টাকাসহ ইদল শেখকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইদল দীর্ঘদিন ধরে আগ্নেয়াস্ত্র বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।
এ ঘটনায় মামলা করে ইদলকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।