ফয়সাল আজম অপু: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলাবাসীর সঙ্গে করোনা যুদ্ধে মাঠে নেমেছে সৈয়দ পরিবার। প্রায় দুইমাস যাবৎ উপজেলার কর্মহীন পরিবারের পাশে দাঁড়ান সৈয়দ পরিবারের গড়া জিকে ফাউন্ডেশন।
এর পর রমজান মাসে ঈদ সামগ্রী পৌঁছে দেন ওই স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানটি। তারই ধারাবাহিকতায় বিনোদপুরে করোনা আক্রান্ত দম্পত্তির পাশে দাঁড়ালো কুমিল্লার এসপি ও শিবগঞ্জ উপজেলার বাসিন্দা সৈয়দ নুরুল ইসলাম।
শনিবার ভোরে চাঁদ শিকারি গ্রামের সেই করোনা রোগীর বাড়িতে দুই মাসের খাবার সামগ্রি পাঠান তিনি। খাবারের মধ্যে রয়েছে ৫০ কেজি চাল, ১০ পদের ফল, মাছ, মুরগি, ডিমসহ করোনা প্রতিরোধক জিনিসপত্র। এসব উপহার সামগ্রী পেয়ে সৈয়দ পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন করোনা আক্রান্ত দম্পত্তি ও স্থানীয়রা।