চাঁপাইনবাবগঞ্জে ঈদের ৩য় দিন ঝরে গেলো সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের প্রাণ


ফয়সাল আজম অপু:  চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পৌর এলাকার কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে সড়ক দুর্ঘটনায় এক পঞ্চাশোর্ধ বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঈদের ৩য় দিন সোমবার (৩ আগষ্ট) সকাল সাড়ে ৯ টার দিকে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। 

মৃত ব্যক্তি জেলার সদর উপজেলার পৌর এলাকার স্বরুপনগর মহল্লার, মোহর আলি হাই স্কুল এলাকার মৃত দেলখোশ উদ্দিনের ছেলে গোলাম সারোয়ার কাউনাইন (৫৯)। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার এসআই জালাল উদ্দীন জানান, মৃত গোলাম সারোয়ার কাউনাইন বাজার করে মোটরসাইকেলে বাড়ি যাচ্ছিলো। 

অতর্কিত ভাবে সানিমুনি ট্রাভেলস নামে একটি ঘাতক বাস কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে চাপা দিলে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সদর থানার ওসি মোজাফফর হোসেন সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ গোলাম সারোয়ার কাউনাইনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বাসটিকে এলাকাবাসি আটক করেছে। 

তবে সানিমুনি বাসের চালক ও সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত না করেই পরিবারের নিকট হস্তান্তর করেছে বলেও জানান ওসি মোজাফফর হোসেন।