ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হোসেনডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে ট্রলির ধাক্কায় ওসমান গণি (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
নিহত গণি পৌর এলাকার ১৪ নং ওয়ার্ডের আরামবাগ মহল্লার আজিজুল হকের ছেলে এবং আহত জুয়েল একই মহল্লার তাজিমুল ইসলামের ছেলে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার এসআই মো. সোহেল জানান, বিকেলে সরু রাস্তায় একটি ট্রলিকে ওভারটেক করার সময় ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহীরা ছিটকে দূরে গিয়ে পড়ে।
তিনি আরো জানান, এ সময় স্থানীয় এলাকাবাসীরা আহত দুজনকে উদ্ধার করে বিকেল সাড়ে ৫ টার দিকে সদর আধুনিক হাসপাতালের পাঠানো হয়। হাসপাতালে আসার পর কর্তব্যরত চিকিৎসক গণিকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে আহত জুয়েলের মাথায় গুরুতর আঘাত পাওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এঘটনায় ট্রলিটি আটক করা হলেও চালক পালিয়ে যায়।