চাঁপাইনবাবগঞ্জে তোফাজ্জল হত্যার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে ক্ষুদ্র ব্যবসায়ী তোফাজ্জল হক হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।  সোমবার সকালে বৈলতলা এলাকায় তোফাজ্জল হকের পরিবার ও এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন কর্মসুচি পালিত হয়।

মানববন্ধনে এলাকার নারী পুরুষরা অংশগ্রহন করেন। প্রায় ঘন্টাব্যাপি অনুষ্ঠিত এ মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষক মালানা হাবিবুর রহমান, রানীহাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ার পারভেজ, শিক্ষক আব্দুর রহিম প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, তোফাজ্জল হক একজন নিরীহ মানুষ ছিলেন। তিনি ভ্যানে করে ঘাস ও সবজি বিক্রি করে জীবীকা নির্বাহ করতেন। কিন্তু কে বা কারা তাকে বড়ি থেকে ডেকে নিয়ে নৃশংশভাবে পুড়িয়ে হত্যা করে। এমন নিরীহ ব্যক্তিকে হত্যার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান বক্তারা।

উল্লেখ্য, গত ২৯ ফেব্রুয়ারি রাতে তোফাজ্জল হককে বাড়ি থেকে ডেকে নিয়ে পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরদিন সকালে শিবগঞ্জ উপজেলার পদ্মা নদীর ৪ নম্বর বাঁধ এলাকায় সরিষার একটি ক্ষেত থেকে আগুনে পোড়া তোফাজ্জলের মরদেহ উদ্ধার করে পুলিশ।