ফয়সাল আজম অপু: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা (দরগাপাড়া)য় দীঘির পানিতে ডুবে আরাফাত হোসেন ওরফে মধু নামে চার বছর বয়সী এক শিশুর মৃুত্যু হয়েছে। বৃহস্পতিবার (২’জুলাই) দুপুর ১টার দিকে ঝিলিম ইউনিয়নের আমনুরা ( দরগাপাড়া) গ্রামে বাড়ির পাশে খেলতে খেলতে হাজেরাদীঘি নামে একটি দীঘির পানিতে পড়ে ডুবে যায় শিশু মধু।
দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেবার পথে তার মৃত্যু হয়। শিশু মধু আনোয়ার হোসেনের ছেলে।ইউপি চেয়ারম্যান আশরাফুল হক মতু ও সদর থানার আমনুরা পুলিশ ক্যাম্প ইনচার্য উপপরিদর্শক(এসআই) ওসমান গণি ঘটনাটি নিশ্চিত করেছেন।
উপপরিদর্শক (এসআই) ওসমান গণি জানান, এ ব্যাপারে থানায় জিডি করা হয়েছে।