চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে একজনকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত 


ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে কুবেদ আলী নামে একজনকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে তার ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

কুবেদ আলী ভোলাহাট উপজেলার মধ্যখড়কপুর এলাকার মুশরিভুজা মহল্লার মৃত সুলতান আলীর ছেলে।
সোমবার (২৮ নভেম্বর) দুপুরে আসামির উপস্থিতিতে অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিচারক রবিউল ইসলাম এই দ-াদেশ প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি রবিউল ইসলাম বলেন, ২০১৯ সালের জুলাই মাসের ৮ তারিখ দুপুরে পারিবারিক কলহের জের ধরে কুবেদ আলী তার স্ত্রী আয়েশা বেগমের গলায় হাসুয়া দিয়ে কোপ দেয়। এতে গুরুতর আহত হলে রাজশাহী মেডিক্যালে নেওয়ার পথে তিনি মারা যান।

মামলার একমাত্র আসামি কুবেদ আলী আদালতে বিচারকের সামনে নিজের দোষের কথা স্বীকার করেন। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আসামির বিরুদ্ধে এই রায় প্রদান করা হয়।