
ওসি বলেন,সকালে মানিকড়া গ্রামে দুটি পাগলা হাতির আক্রমণে গরুতর আহত হলে শিশু মুফাস্সির কে উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। সেখানে চিকিৎসাধী অবস্থায় দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, গ্রামবাসী একটি হাতিকে আমনুরা শিমুলতলা মোড়ে আটক করে রেখেছে। অন্য হাতিটি এখনো আটক করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। রাজশাহী বন বিভাগের কর্মকর্তাদের খবর দেয়া হয়েছে। তারা আসলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।