চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা আঞ্চলিক সড়কের বুলনপুরে ট্রাক চাপায় এক বৃদ্ধ নিহত


ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আতাহার বুলন্দপুর এলাকায় ট্রাক চাপায় ৭০ বছর বয়স্ক এক বৃদ্ধ নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম আব্দুল লতিফ। সে শিবগঞ্জ উপজেলার চন্ডিপুর গ্রামের ফানুস মন্ডলের ছেলে। 

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপ পরিদর্শক ওরম সোহেল জানান, সকাল পৌনে দশটার দিকে আমনুরায় এক আত্মীয়র বাড়ি থেকে আব্দুল লতিফ বাইসাইকেলযোগে ফেরার পথে বুলন্দপুর এলাকা দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। 

এতে সে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।