চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালিত


ফয়সাল আজম অপু : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মবার্ষিকীতে
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এই দিবসের আয়োজন করে। উক্ত আয়োজনে ছিলো সকাল সাড়ে ৭ টার সময় ক্যাম্পাসে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন অত্র ইন্সটিটিউটের অধ্যক্ষ, বিভাগীয় প্রধানগন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারি বৃন্দ। সকাল ১০টার সময় বৃক্ষ রোপন এবং ১১টার সময় অত্র ইন্সটিটিউটের অডিটোরিয়ামে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী এ জে এম মাসুদুর রহমানের সভাপতিত্বে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভাগীয় প্রধান দূর্গা চরন রায়, বিভাগীয় প্রধান ননটেক আফিদা কমলিকা, বিভাগীয় প্রধান ইলেক্ট্রিক্যাল সুবেল আলি, ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান ইলেক্ট্রিক্যাল গোলাম মোস্তফা, বিভাগীয় প্রধান ইলেক্ট্রনিক্স মাসুদ রানা, ইলেক্ট্রনিক্স মোখলেসুর রহমান বিভাগীয় প্রধান ফুড, এছাড়াও শিক্ষকবৃন্দ এবং কর্মকর্তা ও কর্মচারী  দীপ্ত চন্দ্র, আব্দুল মালেক, সহ অত্র ইন্সটিটিউটের সকল বিভাগীয় প্রধান গণ, শিক্ষক-শিক্ষিকা এবং কর্মকর্তা-কর্মচারি সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অধ্যক্ষ প্রকৌশলী এ জে এম মাসুদুর রহমান বক্তব্য আবেগাপ্লুত কন্ঠে বলেন, ১৯৬৪ সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শেখ রাসেল। এই নির্মম পৃথিবীর ভাষা বুঝে উঠার আগেই ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে এক ঘাতক দল। ঘাতকের বুলেট শেখ রাসেলের স্মৃতিচিহ্ন বিলীন করে দিতে চাইলেও আজও তা বুকে ধারণ করে বেঁচে আছে আজকের তরুণ ছাত্র সমাজ। সে ধারাবাহিকতার প্রতিফলন, শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে তাকে স্মরণ করেন চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা শেখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জুনিয়র নন-টেকনিক্যাল ইন্সটেক্টর মোহাঃ সুমন আহমেদ।