ফয়সাল আজম অপু: চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারদ্বয় কে বদলি করা হয়েছে। রাজশাহী বিভাগীয় কমিশনার মো. হুমায়ন কবির খন্দকার স্বাক্ষরিত পত্র থেকে রোববার বিকেলে এ আদেশ পাওয়া গেছে।
বদলীকৃত সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেন এবং শিবগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শিমুল আকতারকে বদলির বিষয়টি কয়েকদিন ধরে শোনা গেলেও এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পর রবিবার বিকেলে তা স্ব স্ব কর্মস্থলে এসে পৌছে। মো. আলমগীর হোসেন কে বদলির বিষয়টি জানতে চাইলে তিনি তা নিশ্চিত করে বলেন, তাকে পাশ্ববর্তী উপজেলা রাজশাহীর গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বদলী করা হয়েছে।
অপরদিকে, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শিমুল আকতার কে রাজশাহীর পবা উপজেলায় বদলি করা হয় বলে তিনিও নিশ্চিত করেন। অপরদিকে, গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম সরকারকে নতুন কর্মস্থল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বদলি করা হয়েছে।
আর নাটোর জেলার নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. সাকিব-আল-রাব্বিকে নতুন কর্মস্থল শিবগঞ্জ উপজেলায় বদলি করা হয়েছে।