চাপারহাট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে বিজয় দিবস উদযাপিত


নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চাপারহাট উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে বিজয় দিবস-২০২০ উদযাপিত হয়েছে।

১৬ ডিসেম্বর সকালে চাপারহাট উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও বিজয় শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ইউনিভার্সিটি লিডারশীপ ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ও লালমনিরহাট জেলা ছাত্রকল্যাণ সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয় এর সাবেক সাধারণ সম্পাদক এস এম নাহিদ হাসান নয়ন।

এছাড়াও উপস্থিত ছিলেন জাকির হোসেন অরেঞ্জ,আরিফ নেওয়াজ,সানজিদা আক্তার কনা,রাসেল,জাহিদ হাসান অর্নব প্রমূখ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের আহ্বায়ক নাঈমুল ইসলাম নাইম বলেন,”বর্তমান যুগে যোগাযোগ দক্ষতা অত্যন্ত গুরুত্নপূর্ন। তাই প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যাতে নেটওয়ার্ক বৃদ্ধি পায় সেইজন্য আমরা একতাবদ্ধ হয়ে কাজ করতে চাই।”

ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের পর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।