
স্থানীয় লোক ও এলাকাবাসী জানান,বাঘা থেকে ছেড়ে আসা মহিষ বোঝা করিমন রাজশাহী সিটি হাটে যাওয়ার সময় চারঘাট বাজার থেকে বাড়ি যাওয়ার পথে রাস্তা পারাপারার সময় এ ঘটনাটি ঘটে। মহিষ বোঝা করিমন ভ্যানকে ধাক্কা দিলে রাস্তায় লুটেয়ে পড়ে।
স্থানীয় লোকজন তাকে হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সে চারঘাট উপজেলা মেরামতপুর গ্রামের রহিম চৌধুরীর ছেলে নেসের চৌধুরী ফাকু ৯০। তবে মহিষ বোঝাই করিমন চালক পলাতক।
এ বিষয়ে চারঘাট মডেল থানার ওসি সিদ্দিকুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছ।