জনাব মোহাম্মদ আলী-কে রাকাব-এর চেয়ারম্যান পদে নিয়োগ


স্টাফ রিপোর্টার: অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ২১ অক্টোবর ২০২৪ তারিখের এক প্রজ্ঞাপনের মাধ্যমে জনাব মোহাম্মদ আলী-কে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর চেয়ারম্যান পদে ৩ (তিন) বছরের জন্য নিয়োগ প্রদান করা হয়। মোহাম্মদ আলী ১৯৮২ সালে চট্ট্রগ্রাম বিশ^বিদ্যালয়ের অর্থনীতি বিভাগে প্রভাষক হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ১৯৮৫ সালে রাজশাহী বিশ^বিদ্যালয়ে অর্থনীতি বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং শিক্ষকতা পেশায় সফলতা ও সুনামের সাথে দীর্ঘ ৪১ বছর নিয়োজিত থেকে সর্বশেষ অধ্যাপক গ্রেড-১ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি রাজশাহী বিশ^বিদ্যালয়সহ বিভিন্ন স্বনামধন্য সরকারী ও বেসরকারী বিশ^বিদ্যালয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদেও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। এ ছাড়াও তাঁর উল্লেখযোগ্য প্রকাশনা ও গবেষণা গ্রন্থ রয়েছে।
জনাব মোহাম্মদ আলী ১৯৫৮ সালে পাবনা শহরের নিউমার্কেট এলাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা দীর্ঘ ৮ বছর সময় ধরে পাবনা এ্যাডভোকেট বার কাউন্সিলের সভাপতি ছিলেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৭ সালে অর্থনীতি বিভাগ হতে ¯œাতক সম্মান ও ১৯৭৮ সালে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে ¯œাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি কমনওয়েল্থ স্কলারশীপ কমিশন, লন্ডন কর্তৃক কমনওয়েল্থ স্কলারশীপ পেয়ে ১৯৯২ সালে যুক্তরাজ্যের ম্যানচেস্টার ইউনিভার্সিটি হতে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। পারিবারিক জীবনে তিনি তিন পুত্র ও এক কন্যা সন্তানের জনক।