নওগাঁ প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষ্যে নওগাঁ রীঁ শ্রী শ্রী বুড়াকালি মাতার পূজা মন্ডপ প্রাঙ্গনে প্রার্থনার আয়োজন করা হয়। সন্ধ্যায় মন্ডপ পরিচালনা কমিটি প্রার্থনার আয়োজন করে। এতে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন বয়সের নারী পুরুষ অংশ নেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে করেন অংশগ্রহনকারীরা।
অনুষ্ঠানে মন্ডপ পরিচালনা কমিটির সভাপতি নিরোদ বরন সাহা চন্দন, সাধারন সম্পাদক অখিল চন্দ্র ঘোষ, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক রনজিৎ সরকার অংশ নেন।
এছাড়া স্থানীয় পৌরসভার কাউন্সিলর মোজাম্মেল হকসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রার্থনা অনুষ্ঠান শেষে প্রসাদ বিতরন করে মন্ডপ কর্তপক্ষ।